নলছিটিতে নির্বাচনী অপপ্রচারের দায়ে দু’জনকে কারাদন্ড

হোসাইন বাবুল মৃধার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দু’জনকে ১৫ দিনের কারাদন্ডে দন্ডিত করেছে নির্বাচন কমিশন। এদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে। তারা হলো এখলাস মৃধা(৪৫) ও লতিফ গাজী(৩৫)।

জানা গেছে, তফসিল ঘোষনার পর থেকে চেয়ারম্যান প্রার্থী বাবুল মৃধার বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালিয়ে আসছে একটি মহল। তার বিরুদ্ধে এলাকায় লিফলেটও বিতরন করেছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশ গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে অপপ্রচারকালে এখলাস মৃধা ও লতিফ গাজীকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে নলছিটির রিটানিং অফিসার চিন্ময় রায় গ্রেপ্তারকৃত দুজনকে কারাদন্ডে দন্ডিত করেছে।

নলছিটি থানার উপ-পরিদির্শক নজরুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃতরা কয়েক দিন ধরে চেয়ারম্যান প্রার্থী বাবুল মৃধার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিল। পরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান প্রার্থী সোহরাপ হোসাইন বাবুল মৃধা বলেন আমার বিরুদ্ধে এলাকার একটি কুচক্রি মহল আমার জনপ্রিয়তা খর্ব করতে ষড়যন্ত্র করে আসছে। মহলটি আমার পোস্টার ছিড়ে ফেলছে। তারা আমার সমর্থকদের নানাভাবে ভয়ভীত দেখিয়ে আসছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে জনগনের সচেতন হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।