বরিশালের গৌরনদী-সরিকল সড়কের দিয়াশুর নামকস্থানে গত মঙ্গলবার রাতে একটি ছিনতাই ও পাশ্ববর্তী কালনা গ্রামের একটি মুরগীর ফার্ম থেকে প্রায় অর্ধশতাধিক মুরগী চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কালকিনি উপজেলার চরআলিমাবাদ গ্রামের আতাহার সিকদার (৪০) মঙ্গলবার রাতে গৌরনদী থেকে বাড়ি ফেরার পথিমধ্যে গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মৃধা বাড়ির সম্মুখে পৌঁছলে ৫/৬ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তার হাত-পা ও মুখ বেঁধে এলোপাথারি মারধর করে সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। একইদিন রাতে পাশ্ববর্তী কালনা গ্রামের শাহআলম হাওলাদারের মুরগীর ফার্ম থেকে প্রায় অর্ধশতাধিক মুরগী চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে দিয়াশুর ও কালনা গ্রামে তাসের নামে জুয়ার আসর চলে আসছে। জুয়ারীরা এসব অপকর্ম ঘটাতে পারে বলে এলাকাবাসি জানায়।