বরিশালের চার উপজেলায় ইউপি নির্বাচন আগামীকাল

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রথমদিনে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার ২৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চারটি উপজেলায় ১৩২টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে গৌরনদীতে ২৭টি, বানারীপাড়ায় ৫০টি, উজিরপুরে ৩০টি ও আগৈলঝাড়ায় ২৫টি। ইউনিয়ন ভিত্তিক ঝুকিপূর্ন কেন্দ্রগুলো হচ্ছে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ৩টি,  চাঁদশীর ২টি, নলচিড়ার ২টি, বাটাজোরের ৫টি, মাহিলাড়ার ৫টি, বানারীপাড়ার বিশারকান্দির ৯টি, ইলুহারের ৭টি, উদয়কাঠীর ৬টি, সৈয়দকাঠীর ৬টি, বানারীপাড়া সদরের ৫টি, সলিয়াবাকপুরের ৫টি, চাখারের ৪টি, বাইশারীর ৮টি, উজিরপুরের সাতলার ৭টি, হারতার ৪টি, জল্লার ৪টি, ওটরার ৪টি, শোলকের ৫টি, বরাকোঠার ২টি, বামরাইলের ৪টি, আগৈলঝাড়ার গৈলার ৫টি, বাকালের ৪টি, বাগধার ৪টি, রাজিহারের ৬টি ও রতœপুরের ৫টি।