শাবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা

ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৭ মার্চ রোববার বাংলা বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাবিবিভাগের ভারপ্রাপ্ত প্রধান লেফটেন্যান্ট ড. মোঃ আশ্রাফুল করিম, সহযোগী অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, সহকারী অধ্যাপক মোঃ ফয়জুল হক, ড. মো. রিজাউল ইসলাম, প্রভাষক শারমিন মোস্তারি ও ড. জফির উদ্দিন। বিভাগের ভারপ্রাপ্ত প্রধান লেফটেন্যান্ট ড. মোঃ আশ্রাফুল করিম তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে স্বাধীনতার সুফল প্রত্যেক নাগরিককে ভোগ করার সুযোগ দিতে হলে সুযোগ্য নেতৃত্বের প্রয়োজন। যিনি দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করবেন। দেশে যার যার অবদান রয়েছে তাকে সে অনুযায়ী সম্মান প্রদান করবেন। তিনি আরো বলেন, বাঙালি জাতির গর্ব করার অনেক বিষয় আছে। বায়ান্নর ভাষা আন্দোলনে রাষ্ট্র ভাষা অর্জন, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। আজকে যদি সকল ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা না থাকে তাহলে লাখো প্রাণের বিনিময়ে অর্জনগুলো ব্যর্থ হয়ে যাবে। আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে শামীম আল মামুন, নাজমুল হোসাইন, তাজুল ইসলাম, প্লাবন সরকার, বদরুল, বশীর আহমেদ, মীর হোসাইন প্রমুখ। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।