উপকূলীয় অঞ্চলে ইউপি নির্বাচন শুরু আজ হচ্ছে ১৮৯ টিতে

আজ হচ্ছে ২৪ উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল এ নির্বাচন শেষ হবে।

গত ২৪ ফেব্র“য়ারি নির্বাচন কমিশন ৫৯৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে। এরমধ্যে আদালতের আদেশে ১৬টি, ভোটার তালিকা অসম্পূর্ণ বা অসঙ্গতি থাকার কারণে ৭টি এবং নির্বাচনে অনুকূল পরিবেশ না থাকার কারণে  গত রোববার  ৩টি ইউপি নির্বাচন স্থগিত করা হয়। হাইকোটের আদেশে ১টি ইউপি নির্বাচনের তারিখ পরিবর্তন করে ৩ এপ্রিল করা হয়েছে। সারাদেশের সাড়ে ৪ হাজারেরও বেশি ইউনিয়নের বাকিগুলোর নির্বাচন দ্বিতীয় ধাপে মে-জুন নাগাদ হবে বলে ইতোমধ্যে জানিয়েছে ইসি।

আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন। নির্বাচনী এলাকাগুলোয় নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা সর্বত্র টহলে থাকবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।
আজ যেসব উপজেলার ইউপি নির্বাচন

বরিশাল বিভাগের ৬ জেলার ১২ উপজেলায়, খুলনার ৩ জেলার ১০ উপজেলায় ও চট্টগ্রামের ২ জেলার ২ উপজেলায় আজ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বরিশাল জেলার উপজেলাগুলো হচ্ছেÑগৌরনদী,আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া। পটুয়াখালী জেলার বাউফল। পিরোজপুর জেলার নেছারাবাদ। বরগুনা জেলার পাথরঘাটা, বামনা। ভোলা জেলার সদর উপজেলা, দৌলতখান, ঝালকাঠী জেলার রাজাপুর ও কাঠালিয়া।

খুলনা জেলার বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, দাকোপ ও দিঘলিয়া, সাতক্ষীরা জেলার সদর উপজেলা, দেবহাটা, আশাশুনি, বাগেরহাট জেলার রামপাল ও মংলা।
চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলার কুতুবদিয়া ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা।

সাধারণ ছুটি
প্রথা অনুযায়ী ভোট দিতে ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে ইতিপূর্বেই  অনুরোধ করেছে ইসি।
যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

গত মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। আজ রাত ১২ টা পর্যন্ত তা বলবৎ থাকবে। আজ রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, বেবি ট্যাক্সি,অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, টেম্পু, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ভোটের দিন নির্বাচনী এলাকায় অনুমোদিত নয় এমন যানবাহন ও নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।