দু’চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

বরিশালের গৌরনদী উপজেলার ৩ নং চাঁদশী ইউনিয়নের বিএনপি দলীয় দু’জনচেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষনা করেছেন।

নিজবাড়িতে পৃথক দুটি সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান কচি-আনারস অভিযোগ করেন, প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৃষ্ণ কান্ত দের এজেন্টরা ভোট কেন্দ্রের মধ্যে বসে ভোটারদের কাছ থেকে জোড়পূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাদের দেয়াল ঘড়ি মার্কায় সিল পিটানো শুরু করেন। এতে বাঁধা দেয়ায় তার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা সত্বেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেননি। তাই তিনি নির্বাচন বর্জন করে পূর্ণরায় নির্বাচনের দাবি করেন। একই অভিযোগ এনে ওইদিন দুপুর দেড়টায় নিজবাড়িতে অপরএকটি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি ও তালা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আকবর হোসেন মোল্লা।

উল্লেখিত অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষ্ণ কান্ত দে বলেন, প্রতিটি ভোট কেন্দ্রেই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে জোড়পূর্বক সিল পেটানোর অভিযোগ সঠিক নয়। ওই প্রার্থীরা তাদের পরাজয় নিশ্চিত ভেবেই সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষনা করেছেন। যা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।