ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক সবুজকে অভিনন্দন
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার)
পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছিলেন স্থানীয় দৈনিকের দু’জন সাংবাদিক। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোটারদের মনজয়ের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াই করে সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ-ফুটবল।
জানা গেছে, একই ওয়ার্ডে দৈনিক বরিশাল প্রতিদিনের গৌরনদী প্রতিনিধি সৈয়দ নকিবুল হক ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার গৌরনদী প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ প্রতিদ্বন্ধীতা করেছিলেন। ভোটারদের মনজয় করে ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক বদরুজ্জামান খান সবুজকে গৌরনদী ডট কমের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেও পরাজিত হওয়ায় অপর সাংবাদিক সৈয়দ নকিবুল হককে গৌরনদী ডট কমের নেতৃবৃন্দ সমবেদনা জানিয়েছেন।