স্বাধীনতা দিবসের কেক কাটলেন বান কি-মুন

এবং বাংলাদেশের জনসাধারণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও বাংলাদেশের সার্বিক কল্যাণে জাতিসংঘের সহায়তা অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করলেন। ২৮ মার্চ সন্ধ্যায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) জাতিসংঘে বাংলাদেশ মিশনের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব সস্ত্রীক অংশ নেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধির প্রশংসা করেন এবং জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। বিশেষ করে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জাতিসংঘের ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে বলে মন্তব্য করেন মহাসচিব।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে কেক কাটছেন স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনের সাথে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। পাশে এ এইচ মাহমুদ আলী এমপি।

উপস্থিত অর্ধ শতাধিক দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের পদস্থ কর্মকর্তা এবং প্রবাসী মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের বিপুল করতালির মধ্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনের সাথে মহাসচিব বান কি-মুন কেক কাটলেন। সে সময় বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এ এইচ মাহমুদ আলী এমপিও সেখানে ছিলেন। উল্লেখ্য যে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে এই প্রথম মহাসচিবের আগমন ঘটলো। এ অনুষ্ঠানে যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, লুক্সেমবার্গ, মিশর, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, জি-৭৭, ন্যাম কান্ট্রি, চীন, স্বল্পোন্নত রাষ্ট্র এবং আফ্রিকার দেশসমূহের স্থায়ী প্রতিনিধি ও উর্দ্ধতন কর্মকর্তারা যোগদান করেন.

(মঙ্গলবার ২৯ মার্চ ২০১১, ১৫ চৈত্র ১৪৭১, ২৩ রবিউস সানি আউয়াল ১৪৩২)