শোক সংবাদ : ফারুক হোসেন আর নেই

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে বরিশালের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………..রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাজার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। তার মৃত্যুতে আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, পরিচালক (অপারেশন) মোঃ খালেদ, ঢাকা বিভাগের পরিচালক মোঃ ফিরোজ খান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক জি.এম হারুন মৃধা, জেলা এ্যাজুডেন্ট সুখেন্দ্র বিশ্বাস, জেলা এ্যাজুডেন্ট (অবঃ) কাজী মতিউর রহমান, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিআরডিবির চেয়াম্যান জহুরুল ইসলাম জহির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, আনসার ও ভিডিপির  উপজেলা অফিসার আব্দুস সালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, আনসার ও ভিডিপির ইউনিয়ন কমান্ডার জি.এম আলাউদ্দিন, আইয়ুব আলী সরদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।