উজিরপুরে বিএনপি’র ৪ আ’লীগের ৩ চেয়ারম্যান নির্বাচিত

ঘটনার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৬৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৭ টি ইউনিয়নের মধ্যে ১নং সাতলা ইউনিয়নে বিএনপি”র প্রার্থী মো: রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা চাঁদ মার্কা নিয়ে ২৮৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা আ’লীগের সভাপতি আ: খালেক আজাদ ২৭৩৪ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মোসা: রমিচা বেগম, শিরিনা আক্তার ও নার্গিস নাহার জয়লাভ করেছেন। ২নং হরতা ইউনিয়নে আ’লীগের প্রার্থী ডা: হরেন রায় দেয়াল ঘড়ি মার্কা নিয়ে ৫২৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আ’লীগের প্রার্থী অমূল্য রতন হালদার ৩৫২৮ ভোট পেয়েছেন। ঐ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে সবিতা মজুমদার, কিরনী রায়, ও সুমিতা রানী নির্বাচিত হয়েছেন। ৩নং জল্লা ইউনিয়নে আ’লীগের  প্রার্থী সাবেক চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ চশমা মার্কা নিয়ে ৩২০৯ ভোট পেয়ে ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েয়ছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দি প্রার্থী আ’লীগের সমর্থীত বিশ্বজিৎ হালদার নান্টু ২৯১২ ভোট পেয়েছেন। ৪নং ওটরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আ’লীগের  প্রার্থী হাফিজুর রহমান ইকবাল আনারস মার্কা নিয়ে ৪২২৩ ভোট পেয়ে ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি’র  প্রার্থী মনিরুল ইসলাম ৩৩৯৫ ভোট পেয়েছেন। ৫নং শোলক ইউনিয়নে স্বতন্ত্র তরুন প্রার্থী মশিউর রহমান মনির ৪৩২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি’র র্প্রাথী কাজী হুমায়ন কবির ৩৫১০ ভোট পেয়েছেন। ৬নং বড়াকোঠা ইউনিয়নে বিএনপি’র  প্রার্থী মো: ফিরোজ হোসেন ৩৪৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন্। তার নিকটতম ওয়ার্কার্স পার্টির মো: শাহে আলম ২৯৯০ ভোট পেয়েছেন্। ঐ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে শেফালি বেগম, বিলকিস খানম, ও মলিনা রানী বাড়ৈ নির্বাচিত হয়েছেন্। ৭নং বামরাইল ইউনিয়নে বিএনপি’র  প্রার্থী মো: ইউসুফ হাওলাদার ৫৯৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আ’লীগের গৌরাঙ্গ লাল কর্মকার ৩৫৫২ ভোট পেয়েছেন। ঐ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ফিরোজা বেগম, জাহানারা বেগম ও রাশিদা বেগম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।