বরিশালের ৩ উপজেলায় বৃহস্পতিবার নির্বাচন

উপজেলাগুলো হলো বরিশাল সদর,বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ। এর আগে গত মঙ্গলবার জেলার উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া ও বানারীপাড়া উপজেলার ২৬ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। বরিশাল বিভাগীয় উপ-নির্বচন কমিশনার মনিরুল ইসলাম বলেন, তিন উপজেলায় মোট ২৯ ইউনিয়নে নির্বাচন হবে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬২টি। কক্ষ ১ হাজার ৩০৬টি। এসব উপজেলায় মোট ৩ লাখ ৮৪ হাজার ৩৩ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। জানা গেছে, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি। কক্ষের সংখ্যা ৩৯৮টি। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ন কেন্দ্রের সংখ্যা ২৮টি। মোট ভোটার ১ লাখ ২০ হাজার ৮৮২জন। ইউনিয়নগুলো হলো রায়পাশা-করাপুর, কাশিপুর, চরবাড়িয়া, শায়েস্তাবাদ, চরমোনাই, জাগুয়া, চরকাউয়া, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহন ও চাঁদপুরা। বাকেরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে এবার নির্বাচন হচ্ছে। সেখানে কেন্দ্রের সংখ্যা ১১৭ ও কক্ষ সংখ্যা ৬২০টি। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ন কেন্দ্রের সংখ্যা ৫১টি। ভোটার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার। বাকেরগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে চরমদ্দি, চরাদী, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গাড়–রিয়া, ভরপাশা, রঙ্গশ্রী, পাদ্রীশিবপুর ও নেয়ামতি। বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। ৫৫টি কেন্দ্র ও ২৮৮টি কক্ষে ভোট গ্রহন হবে। অধিক ঝুঁকিপূর্ন কেন্দ্রের সংখ্যা ২৩টি। মোট ভোটার ৮৭ হাজার ৭৪০জন। বাবুগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে জাহাঙ্গীর নগর (আগরপুর), কেদারপুর, দেহেরগতি, চাঁদপাশা, রহমতপুর ও মাধবপাশা।