বরিশালের ২৬ ইউনিয়নের ফল ঘোষনা

ফলাফল পাওয়া গেছে। মঙ্গলবার ভোট গ্রহন শেষে সংশ্লিষ্ট রিটানিং অফিসাররা রাতে ফল ঘোষনা করে। বুধবার ফলাফল বরিশাল জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। জেলা নির্বাচন অফিসার মনিরুল ইসলামের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গৌরনদী উপজেলায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১নং খাঞ্জাপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত আকন সিদ্দিকুর রহমান, ২নং বার্থী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মোঃ শাহজাহান প্যাদা, ৩ নং চাদশী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত কৃষ্ণকান্ত দে, ৪ নং মাহিলাড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত সৈকত গুহ পিকলু, ৫ নং নলচিড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত গোলাম হাফিজ মৃধা, ৬ নং বাটাজোর ইউনিয়নে বিএনপি সমর্থিত আকতার হোসেন বাবুল।

বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নে আওয়ামলীগ সমর্থিত মো. জলিল ঘারামী, ইলুহার ইউনিয়নে শহিদুল ইসলাম, বিশারকান্দী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মো. ওমর ফারুক, সালিয়া বাকপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত জিয়াউল হক মিন্টু, চাখার ইউনিয়নে আওয়াম লীগ সমর্থিত সৈয়দ মজিবুল হক টুকু,উদয়কাঠী ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ স্বপন তালুকদার, সৈয়দকাঠী ইউনিয়নে বিএনপি সমার্থিত আবুল হাসান বালী ও বাইশারী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী মাইনুল হাসান মোহম্মদ।

আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত বিপুল দাস, রাজিহার ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. ইলিয়াস আলী তালুকদার, রতœপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মো. আমিনুল ইসলাম ভাট্রি, বাগদা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. গোলাম মোস্তফা, গৈলা ইউনিয়নে বিএনপি সমর্থিত আবুল হোসেন নির্বাচিত হয়েছেন।

উজির পুর উপজেলা থেকে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত কোন প্রার্থী নির্বাচিত হতে পারেনি। উভয় দলের বিদ্রোহী  ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন– জল্লা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উর্মিলা বাড়ৈ, ওটরা ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান ইকবাল, বিএনপির বিদ্রাহী প্রার্থী হিসেবে এ উপজেলার সাতলা ইউনিয়নে রিয়াজুল ইসলাম মোহন মোল্লা, বড়াকোটা ইউনিয়নের মো. ফিরোজ হোসেন, বামরাইল ইউনিয়নে মো. ইউছুব আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হারতা ইউনিয়নের ডা. হরেন্দ্র রায় ও শোলক ইউনিয়নের মো. মশিউর রহমান মনির নির্বাচিত হয়েছেন।