বরিশালের গৌরনদী থানা পুলিশ গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একজন মাদক সম্রাট ও চার জুয়ারীসহ সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার কড়া পুলিশ প্রহরার বরিশাল আদালতে প্রেরন করা হয়। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার সাউদেরখালপাড় এলাকা থেকে মাদক সম্রাট ও একাধিক মামলার পলাতক আসামি সুজন ভূঁইয়াকে (৩৮), বাঘমারা এলাকা থেকে জুয়ারী ইলিয়াস হাওলাদার (৩০), সাইয়েদুর রহমান (২৭), আমির হাওলাদার (২৬) ও মান্নান ঢালীকে (৪০) ও কটকস্থল গ্রাম থেকে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জাহাঙ্গীর বেপারী (৩৫), সিরাজউদ্দিন ওরফে সিরাকে (৩৭) গ্রেফতার করা হয়।