গৌরনদীতে নির্বাচনোত্তর সহিংসতায় আহত-২

বৃহস্পতিবার সকালে নির্বাচনোত্তর সহিংসতায় দুইজন আহত ও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে দিয়েছে পরাজিত মেম্বর প্রার্থী ও তার সমর্থকেরা।

বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিজয়ী মেম্বর প্রার্থী নান্নু মৃধা লিখিত অভিযোগে জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তার কর্মী কাবুল হাওলাদার রাজাপুর বাজারের তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলার সাথে সাথে প্রতিদ্বন্ধি পরাজিত মেম্বার প্রার্থী মোশারফ ফকির ও তার সহযোগীরা ভোট না দেয়ার অভিযোগে কাবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কাবুল হাওলাদার জানান, মোশারফ ফকির, জসিম উদ্দিন, ওয়াসিম ফকিরসহ ৭/৮ জনে তাকে দোকান থেকে টেনে হিচঁড়ে বের করে দিয়ে দোকানটি তালাবদ্ধ করে দেয়।

একই অভিযোগে মোশারফ ও তার সমর্থকেরা ওইদিন সকালেই দক্ষিন নন্দনপট্টি গ্রামের সালাউদ্দিন মোল্লা (৩৫) ও হেনা বেগমকে (৩০) বেদম মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। গুরুতর অবস্থায় সালাউদ্দিন ও হেনা বেগমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী থানার এস.আই ওয়াসিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উল্লেখিত ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।