নিহত জসিমের চাচা জব্বার বয়াতী জানায়, গত দু’বছর পূর্বে তার ভাই দিনমজুর কালাই বয়াতী মারা যান। তার মৃত্যুর পর সংসারের ভরন পোষনের জন্য জসিম হাড়ভাঙ্গা পরিশ্রম করে কোনমতে সংসার চালায়। এরই মধ্যে স্থানীয় দুটি এনজিও থেকে ঋণ ও এলাকাবাসির কাছ থেকে ধারদেনা করে জসিম প্রায় ৩০ হাজার টাকার ঋণে জড়িয়ে পরে। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বুধবার রাত সাড়ে নয়টার দিকে জসিম সবার অজান্তে কিটনাশক পান করে। মুর্মুর্ষ অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।