খাল খননে অনিয়ম-প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

না করায় কৃষকদের বিক্ষোভ সমাবেশ। এলাকার একাধিক কৃষকসূত্রে জানা গেছে, সরকার ইরি-বোরো চাষাবাদ সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন খাল খনন ও পুনঃ খনন করার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার রতপুর ইউনিয়নের বরিয়ালী ওয়াপদা থেকে মোলাপাড়া পর্যন্ত দেড় কি.মি খাল খননের জন্য বিএডিসি টেন্ডার আহ্বাণ করে। টেন্ডারে সেরনিয়াবাত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বনিম্ন দরপত্রদাতা হিসেবে ২৩ লক্ষ টাকার কাজটি পায়। কাজটির শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠান খালের উপরের অংশে কোনরকমে কাদামাটি ছড়িয়ে দায়সারাভাবে কাজ সম্পন্নের চেষ্টা চালায়।

এঘটনার প্রতিবাদে শুক্রবার এলাকায় মাইকিং করে কৃষকদের সমবেত হবার জন্য বলা হয়। গতকাল শনিবার সকালে মোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফরহাদ তালুকদার, আওয়ামীলীগ নেতা রবীন্দ্রনাথ হালদার, মঙ্গল চন্দ্র বাড়ৈ, প্রবীর বিশ্বাস ননী, মনিশঙ্কর সরকার, সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন, ভাস্কর গোলদার প্রমুখ। কৃষকদের বিক্ষোভ ও প্রতিবাদের মুখে বিএডিসি প্রকৌশলী মতিলাল রায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।