মাহিলাড়াকে প্রথম ডিজিটাল ইউনিয়ন করতে হবে

মাহিলাড়া ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষে নবনির্বাচিত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ওই ইউনিয়নের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সকল সমস্য চিহ্নিত করতে হবে। জরুরি ভিত্তিতে চেয়ারম্যানদের সকল সমস্যা সমাধানে মহাজোট সরকার বদ্ধপরিকর। সে লক্ষে মাহিলাড়া ইউনিয়নের উন্নয়নের জন্য আমাকে যা যা করতে হবে তা আমি নবনির্বাচিত চেয়ারম্যান ও মাহিলাড়া ইউনিয়নবাসীর জন্য করে যাবো।

প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন-জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। গতকাল শনিবার সকালে আগৈলঝাড়ার সেরালস্থ তার বাসভবনে গৌরনদী উপজেলার ৪ নং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু ও তার নির্বাচিত এলাকার জনগনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইউনিয়নবাসীর উন্নয়ন করতে হলে চেয়ারম্যানদের ভাগ্য উন্নয়নকে জলাঞ্জলি দিতে হবে। সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের উর্দ্ধে থেকে চেয়ারম্যানদের একনিষ্ঠভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, মাহিলাড়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ওয়াজেদ আলী বেপারী, মোঃ কামাল হোসেন, সুলতান ফকির, আবু জাফর মৃধা, শহীদ সরদার, সংরক্ষিত ইউপি সদস্যা আলেয়া বেগম, রহিমা বেগম, হাসনা হেনা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন রাঢ়ী, হারুন বয়াতী, যুবলীগ নেতা হুমায়ুন কবীর বয়াতী, আল-আমিন হাওলাদার, সবুজ শরীফ, ছাত্রলীগ নেতা সুমন শরীফ, সমাজসেবক আবু জাফর শরীফ, আব্দুস সাত্তার, হেলাল সিকদার, মিজান সরদারসহ মাহিলাড়া ইউনিয়নের শতাধিক পিকলু সমর্থকেরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পূর্বে নবনির্বাচিত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু তার পরিষদের সদস্য-সদস্যা ও সমর্থকদের নিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

এরপূর্বে সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে মতবিনিময় সভা করেছেন আগৈলঝাড়া উপজেলার রতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা সরদার। তার সাথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক প্রবীর বিশ্বাস ননীসহ রতœপুর ইউনিয়ন আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।