জয় হোক ওমরেশ পুরীদের!!! by (amiBanglaDeshi) WatchDog

বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা একজন মন্ত্রীকে আজরাইলের ঠিক পরের আসনটায় বসিয়ে দেয় এবং এ আসনে বসে নিজেকে হিন্দী সিনেমার ওমরেশ পুরী বানিয়ে রাষ্ট্র যন্ত্রের সবকটা বিভাগকে দলিত মথিত করার অপর নামই বোধহয় মন্ত্রিত্ব। একা মাহবুবুর রহমানকে এমন দোষে দোষী সাব্যস্ত করলে তার প্রতি অবিচারই করা হবে। সরকারের কর্ণধার প্রধানমন্ত্রী হতে শুরু করে গ্রাম গঞ্জের দলীয় মেম্বার চেয়ারম্যান পর্যন্ত মাহবুবুর রহমানের ভাষায় কথা বলতে অভ্যস্ত, এমনটাই হয়ে আসছে গত ৩৯ বছর এবং এমনটাই হতে থাকবে সামনের ৭৮ বছর। আজকের খবরেই জানা গেল প্রধানমন্ত্রীর অতি কাছের সংগঠন আওয়ামী যুব লীগের নেতারা ঘোষনা দিয়েছে প্রতিপক্ষ বিএনপির চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে বাংলাদেশের মাটিতে দেখা মাত্র দিগম্বর করা হবে। অভিযোগ? জাতির দৌহিত্র, আমেরিকা প্রবাসী বিশিষ্ট কম্প্যুউটার ’বিজ্ঞানী’ জনাব সজীব ওয়াজেদ জয়ের নামে দুর্নীতির মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় এই চীফ হুইপ। ক্ষমতার রাজনীতি মানুষকে কতটা পশু বানালে প্রকাশ্য রাজপথে কাউকে নেংটা করার হুমকি দেয়া যায় যুবলীগ নামের প্রধানমন্ত্রীর প্রাইভেট বাহিনী তার নির্লজ্জ প্রমান।

পোষা গানম্যানদের নলের মুখে শুধু এম ডি সামাদ শেখকে কেন, গোটা বাংলাদেশকেই অপহরণের ক্ষমতা রাখে শেখ এবং জিয়া পরিবার। এ নিয়তি মেনেই সামাদ শেখদের এমডিগীরি করতে হবে।

জয় হোক মাহবুবুর রহমান ওমরেশ পুরীর।