অশ্বিনী মেলা উপলক্ষে গৌরনদীতে মিলন মেলা

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মতিথি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী অশ্বিনী মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

বিগত বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে (২০০৩ সালে) ঐতিহ্যবাহি অশ্বিনী মেলা বন্ধ করে দেয়া হয়। নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে বন্ধ হয়ে যাওয়া মেলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে দীর্ঘ ৭ বছর পর মেলার আয়োজন করা হয়।

“জীবনের উল্লাসে চল-অমৃত সদনে” মহাত্মা অশ্বিনী কুমার দত্তের এ বানীকে ধারন করে তারই স্মৃতি বিজরিত জন্মভূমি বাটাজোর মেলাস্থলে উদ্বোধনী দিনেই সকল বয়সের লোকজনের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উদযাপন পরিষদের আহবায়ক যজ্ঞেশ্বর দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ হানিফ, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাস গুপ্ত আশিষ, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক দিলু হাওলাদার, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান মনির, মিজানুর রহমান ছোট প্যাদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মারিফ আহম্মেদ বাপ্পী।

মেলায় বইয়ের ষ্টলের পাশাপাশি বিভিন্ন খেলনা সামগ্রী ও কাঠের তৈরি বিভিন্ন মালামালের ষ্টলসহ প্রায় দু’শতাধিক ষ্টল বসেছে। এছাড়াও উদ্বোধনী দিনে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বরিশাল নাট্যম গ্র“পের পরিবেশনায় নাটক ‘কুকুরেরা’ ও বজ্রমোহন থিয়েটারের পরিবেশনায় নাটক ‘আদাব’ মঞ্চস্থ করা হয়।