তিনি আরো অভিযোগ করেন, ওই মামলা থেকে ছোট ভাই ফারুক মোল্লাকে রক্ষা করতে তার বড় ভাই বারেক মোল্লা বাদি হয়ে ৯ বছর পূর্বের ঘটনার একটি অভিযোগ এনে গত ৪ মার্চ মুক্তিযোদ্ধা ও তার পুত্রসহ ১০ জনের নাম উল্লেখ করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাল্টা মামলা দায়ের করেন।
মামলার উল্লেখ করা হয়-২০০১ সালের সংসদ নির্বাচনের পর মুক্তিযোদ্ধা শাহজাহান, তার পুত্র তৎকালীন সময়ের ১১ বছরের কিশোর সুজন হাওলাদারসহ অন্যান্যরা নির্বাচনী প্রতিহিংসার স্বীকারে আওয়ামীলীগ সমর্থক বারেক মোল্লার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। ওই সময় বারেকের কাছে মোটা অংকের চাঁদা দাবিসহ তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নেয়া হয়।
বরিশাল আদালতে বারেক মোল্লার দায়ের করা অভিযোগের ভিত্তিত্বে বিচারক আগামি ১১ এপ্রিলের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দেন।
মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার ও তার পুত্র সুজনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা থেকে রেহাই পেতে সঠিক তদন্তের জন্য প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।