ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগ ॥ বিজয়ী হলেন যারা

ভোট গননা সম্পন্ন হয়েছে। রাতেই বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়। অপরদিকে একাধিক ইউনিয়ন পরিষদের নির্বাচনে নানা অনিয়মের চাউর ঘটাচ্ছেন পরাজিত প্রার্থীরা। তাদের বক্তব্য ক্ষমতাসীন দলের লোকজন কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তার করেছে।

হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন বড় জালিয়া ইউপিতে খলিল বেপারী, গুয়াবাড়িয়া ইউপিতে বেলায়েত হোসেন ঢালী,হরিনাথপুরে তৌফিকুর রহমান,মেমানিয়ায় আফসার উদ্দীন হাওলাদার।

মেহেন্দিগঞ্জ উপজেলায় বিজয়ী চেয়ারম্যানরা হলেন আন্ধারমানিক ইউপিতে মাহফুজুল আলম লিটন সরদার, লতা ইউপিতে মাহমুদুর রহমান নেহাল,চরএককরিয়ায় আবদুল মোকিম তালুকদার,উলানিয়ায় নুরুল ইসলাম জামাল, মেহেন্দিগঞ্জ সদরে মোস্তাফিজুর রহমান রিপন, বিদ্যানন্দপুরে আবদুল জব্বার খান, ভাষানচরে নজরুল ইসলাম চুন্নু,চরগোপালপুরে আলমগীর হোসেন স্বপন,জাঙ্গালিয়ায় আবুল হোসেন হাওলাদার,আলিমাবাদে আবদুর রশিদ কাজী,চানপুর ইউপিতে আবদুর রব, খাজুরিয়ায় আবদুল কাদের।

মুলাদী উপজেলায় বিজয়ীরা হলেন মুলাদী সদর ইউপিতে কবির মল্লিক,শফিপুরে ফকরুল আহসান শাহজাদা মুন্সি, গাছুয়ায় মোকসেদ মীর, চরকালেখায় আবদুস সালাম খান, কাজীরচরে শাজাহান তফাদার, নাজিরপুরে মজিবুর রহমান। এছাড়া গৌরনদীর শরিকল ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়েছেন মঞ্জুর হোসেন মিলন।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট হয়েছে। এদিকে বিভিন্ন ইউনিয়নে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা পরাজিত প্রার্থীদের অভিযোগ নির্বাচনে শাসক দলের প্রার্থীরা কেন্দ্রে প্রভাব বিস্তার করেছে। এদের মধ্যে আন্ধারমানিক ইউপির চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বলেন আ’লীগ সমর্থিতরা সবকটি কেন্দ্র দখলে নিয়ে নানা অনিয়মের মাধ্যমে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে। ব্যাপক জাল ভোটও দিয়েছে তারা। তিনি আরো বলেন নির্বাচনের আগের রাতে আ’লীগ সমর্থিত প্রার্থী ঘোষনা দেয় যে, তার প্রতীকে  (মার্কা) দেখিয়ে ভোট দিতে হবে। নচেৎ নির্দেশ অমান্যকারীদের এলাকা থেকে বিতাড়িত করা হবে। আর সেভাবেই কেন্দ্র দখলে নিয়ে অনিয়ম করেছে। যদিও সেখানকার ইউপির আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী মাহফুজুল আলম লিটন সরদার এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। এরবাইরে কেন্দ্রে আ’লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের আধিপত্য বিস্তারের অভিযোগ তুলেছেন মেহেন্দিগঞ্জের চরবিদ্যানন্দপুর ইউপির নিকটতম প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন নলী। কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন জাঙ্গালিয়া ইউপির নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবদুল কাদের ফরাজী।