মেহেন্দিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রের ওপর সন্ত্রাসী হামলা

আজ সোমবার দুপুরে মারধর করেছে প্রতিপক্ষের ক্যাডাররা। এ ঘটনায় ক্ষিপ্ত জনতা  বিক্ষোভ মিছিল করে ঘন্টাব্যাপী থানা ঘেরাও করেছে।

জানা গেছে, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান রিপন। আর চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন নিজাম বেপারী। নির্বাচনে রিপনের সমর্থক হলেন পৌর প্যানেল মেয়র নুরুল হক জোমাদ্দার। দুপুর সাড়ে ১২টার দিকে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে পরাজিত প্রার্থী নিজামের সমর্থক আফসার উদ্দীন,রিমনসহ কয়েক জন ক্যাডার প্যানেল মেয়র নুরুল হক জোমাদ্দারকে একা পেয়ে মারধর করে। প্যানেল মেয়রকে মারধরের ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে কয়েক শ নারী-পুরুষ মিছিল নিয়ে থানা ঘেরাও করে রাখে। পরে পুলিশ বিক্ষুদ্ধ জনতাকে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে।

পৌর প্যানেল মেয়র নুরুল হক বলেন সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি মন্তব্য করেন। মেহেন্দিগঞ্জ থানার ওসি সুকুমার রায় বলেন প্যানেল মেয়রের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের শান্ত করে প্যানেল মেয়রকে থানায় মামলা দিতে বলা হয়েছে। তিনি বলেন মামলা হলে আসামীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চালানো হবে।