দক্ষিণাঞ্চলের সাথে দু’ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলার বার্থী বাজারের সন্নিকটে গতকাল মঙ্গলবার বিকেলে মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ায় প্রায় দু’ঘন্টা যানচলাচল বন্ধ ছিলো। ফলে সড়ক পথে দক্ষিণাঞ্চলের সাথে দু’ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। এসময় মহাসড়কের দু’পার্শ্বে হাজার-হাজার যাত্রীবাহি পরিবহন, মাইক্রোবাস, লোকালবাস ও মালবাহি ট্রাক আটকা পড়ায় হাজার-হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় দু’ঘন্টা আপ্রাণ চেষ্ঠা চালিয়ে সন্ধ্যা সাতটার দিকে উল্টে পড়া মালবাহি ট্রাকের মালামাল অপসারন করে মহাসড়কে যানজট মুক্ত করেন।

হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, মাদারীপুর থেকে টরকী বন্দরগামী ভূসা মালবাহী ট্রাক বিকেল পাঁচটার দিকে বার্থী বাজারের সন্নিকটে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে পরে। এতে মহাসড়কের দু’পার্শ্বে সহস্রাধীক যানবাহন আটকা পরে। সন্ধ্যা সাতটার দিকে মহাসড়ক যানজট মুক্ত করা বলেও তিনি উল্লেখ করেন।