ছাত্র সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই

সমৃদ্ধ বরিশালের ঐতিহ্যবাহী সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদে এখানো ঝুঁলানো রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছবি। এ নিয়ে যখন সাধারন শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় রাজনৈতিক বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করে বলেছেন “ছাত্র সংসদের নির্বাচনের কোন বিকল্প নেই”।

বিশেষ অনুসন্ধানে জানা গেছে, বিগত ওয়ান ইলেভেনের সময় থেকে অদ্যবর্ধি ছাত্র সংসদ ভবনটি তালাবদ্ধ রয়েছে। বিগত চারদলীয় জোট সরকারের সময়কার ছাত্র সংসদের নেতৃবৃন্দরা সংসদ ভবনটি যেভাবেই তালাবদ্ধ করে রেখে গেছেন আজো ছাত্র সংসদ ভবনটি সে রকম তালাবদ্ধই রয়েছে। মহাজোট সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে অসংখ্যবার দলের স্থানীয় র্শীর্ষ নেতাদের কাছে সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা ছাত্র সংসদের নির্বাচন দাবি করে আসছেন। অতিসম্প্রতি নির্বাচনের দিনক্ষন ঠিক করা হলেও রহস্যজনক কারনে তা আর আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন পর্যন্ত গৌরনদীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের নির্বাচন না হওয়ায় গৌরনদীতে ক্রমেই ঝিমিয়ে পরেছে ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম। অথচ বিগত চারদলীয় জোট সরকারের ৫ বছরে এ ছাত্র সংসদে দু’বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।

সূত্রমতে, বিগত চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য এম.জহির উদ্দিন স্বপন ২০০২-২০০৩ সালের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আহবান করেন। সে সময় নির্বাচনের মাধ্যমে ছাত্রদল নেতা এস.এম জাকির হোসেন রাজা-ভিপি ও মোঃ ফুয়াদ হোসেন এ্যানি-জিএস নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৪-২০০৫ সালের জন্য পূর্ণরায় সাংসদ স্বপন নির্বাচনের আহবান করেন। সে সময় ছাত্রদল নেতা কে.এম আনোয়ার হোসেন বাদল-ভিপি ও এস.এম সোহানুর রহমান সোহাগ-জিএস নির্বাচিত হন। এরপর আর ছাত্র সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আওয়ামীলীগ সমর্থিত বর্তমান মহাজোট সরকারের সময়ে ছাত্র সংসদের নির্বাচন না হওয়ার ফলেই ছাত্র সংসদে এখনো বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি শোভা পাচ্ছে। তারা আরো বলেন, এ সংবাদটি প্রকাশিত হলে দেখা যাবে ছবিটি নামিয়ে ফেলা হবে। আসলে ওই ছবিগুলো ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমেই নামানো উচিত। রাজনৈতিক বিশেষজ্ঞরা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপে ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে গৌরনদীর ঝিমিয়ে পরা ছাত্রলীগকে অতীতের ন্যায় জাগ্রত করার অভিমত দিয়েছেন।