স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ট চেয়ারম্যান মিলন আবারো নির্বাচিত

কৃতিত্ব স্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান মনজুর হোসেন মিলন। প্রতিদান হিসেবে পেয়েছিলেন প্রিন্সেস ডায়না স্বর্ণ পদক।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে তাকে হয়রানীর উদ্দেশ্যে একটি বিশেষ মহলের ইশারায় তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিলো ২২টি মিথ্যে মামলা। পুলিশের গ্রেফতার আতংকে তিনি দীর্ঘ দু’বছর স্ব-পরিবারে নিজ এলাকা ছেড়ে ছিলেন আত্মগোপনে। নির্বাচনের তফশিল ঘোষনার পর পরই এলাকার ভোটারদের অনুরোধে তিনি (মিলন) হাইকোর্ট থেকে সকল মামলার জামিন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিপক্ষ কতিপয় প্রার্থীর হুমকির মুখে নির্বাচনের মধ্যে তেমন কোন গণসংযোগ কিংবা উঠান বৈঠকও করতে পারেননি। তার পরেও ভোটারদের ভালবাসায় কাপ পিরিচ প্রতীক নিয়ে বিপুল ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুন সমাজ সেবক মনজুর হোসেন মিলন। বলেন, অতীতে সরিকল ইউনিয়নের আটজন নির্বাচিত জনপ্রতিনিধি (চেয়ারম্যানকে) ওই বিশেষ মহল হত্যা করেছে। শুরু থেকে অদ্যবর্ধি তার ওপরও রয়েছে অতীতের চেয়ারম্যানদের ন্যায় হত্যার হুমকি। তার পরেও সরিকল ইউনিয়নবাসীর ভালবাসায় এখনো বেঁচে আছি। যতদিন বেঁচে থাকবো দলমতের উর্দ্ধে থেকে সরিকলবাসীর সেবা করে যেতে চাই।