পরাজিত প্রার্থীর বসত ঘরে বিজয়ী মেম্বারের হামলা

সাধারন সদস্য (মেম্বার) প্রার্থীর বসত ঘরে বুধবার রাতে হামলা চালিয়েছে বিজয়ী মেম্বারের সমর্থকেরা। হামলায় ৩ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরাজিত মেম্বার প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ বেল্লাল হোসেন বেপারী অভিযোগ করেন, নির্বাচন চলাকালীন সময় থেকে প্রতিপক্ষ প্রভাবশালী মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন সরদার ও তার লোকজনে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে বিজয়ী মেম্বার আনোয়ার হোসেনের ভাইয়ের ছেলে পলাশ সরদারের নেতৃত্বে তাদের ১০/১৫ জন সমর্থকেরা পরাজিত মেম্বার প্রার্থী বেল্লাল হোসেনের বসত ঘরে হামলা চালায়। এ সময় বেল্লাল বাড়িতে ছিলেন না।

হামলায় পরাজিত মেম্বার প্রার্থী বেল্লালের পিতা সামচুল হক বেপারী, মা আনোয়ারা বেগম ও স্ত্রী তাসলিমা বেগম আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারীরা বেল্লালকে জীবন নাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। প্রভাবশালীদের হুমকির মুখে পরাজিত মেম্বার প্রার্থী বেল্লাল হোসেন বেপারী নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।