প্রক্সি দিতে গিয়ে বিএম কলেজ ছাত্র আটক

কলেজের এক ছাত্র আটক হয়েছে। তার নাম সজিব হোসেন (২০)। সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে থেকে পুলিশ তাকে আটক করেছে।  তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উজিরপুর উপজেলার সাতলা এলাকার আবদুল মান্নানের পুত্র সজিব হোসেন। সে  বিএম কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সজিব যার হয়ে প্রক্সি দিয়ে গিয়েছিলেন তার নাম স্বপন হাওলাদার। তিনি নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রাইভেট পরীক্ষার্থী। তার রোল নং- ৬২৪৮৬৪ ও রেজিট্রেশন নং – ২৩৩১৩৫। স্বপনের গ্রামের বাড়ি উজিরপুর উপজেলার ইছলাদী বাসস্ট্যান্ড এলাকায়। সূত্র জানায়, এ বিষয়ে সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ কে.এম মজিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে বাংলা প্রথম পরীক্ষায় অংশ নেয় মূল পরীক্ষার্থী স্বপন হাওলাদার। এরপর তিনি রেজিট্রেশন পত্র হারিয়ে যাওয়ার কথা বলে থানায় সাধারণ ডায়েরি করে। বৃহস্পতিবার ছিল বাংলা ২য় পত্রের পরীক্ষা। সকালে থানায় করা সাধারণ ডায়েরি নিয়ে ৩০৪ নং কক্ষে স্বপনের পক্ষে প্রক্সি দিতে আসেন সজিব। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় ওই কক্ষের দায়িত্বে থাকা প্রভাষক শাহাবুদ্দিন মৃধার সন্দেহ হলে তিনি সজিবকে চ্যালেঞ্জ করেন। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, আটককৃত সজিবের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।