রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

উপজেলার আহুতিবাটরা গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের সুনীল হালদার ও দিপক হালদারের সাথে জমাজমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। শুক্রবার দুপুর সাগে এগারোটার দিকে বিরোধীয় সম্পত্তিতে দিপক হালদার তার লোকজন নিয়ে গাছ কাটতে যায়। এসময় সুনীল ও তার লোকজনে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হামলা পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দিপক হালদার, মায়া রানী হালদার, সমীর হালদার, নিকুঞ্জ হালদার, তারা রানী হালদার, স্বরস্বতী হালদার, নিপা হালদার, দিপা হালদার, সুনীল হালদার, সন্ধ্যা রানী হালদারসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত নিকুঞ্জ হালদারকে বরিশাল শেবাচিম ও ৭ জনকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।