শিক্ষা ছাড়া জাতির উন্নয়নের বিকল্প নেই

স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও সর্বস্তরে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায়নি। অথচ শিক্ষা ছাড়া জাতির উন্নয়নের বিকল্প নেই। যার ভেতরে শিক্ষার আলো প্রবেশ করেছে তার আশপাশ আলোকিত হয়েছে। আলীকদমে মাতামুহুরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভিত্তি ফলক উন্মোচন উপলক্ষ্যে উ:উইচারা ভিক্ষুর সভাপতিত্বে গত ৭ এপ্রিল মমপাখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, শিক্ষিত সন্তানই পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারতের আশ্রমকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করে জেলা প্রশাসক বলেন, উ:উইচারা ভিক্ষুর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত মাতামুহুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রত্যান্ত এলাকায় শিক্ষা ও জ্ঞানের আলোকশিখা বিস্তারে ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক একইসাথে মমপাখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে সাংগ্রাই ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠিতব্য মেলায় যাতে জুয়া ও অশ্লীল আচার অনুষ্ঠান হতে না পারে তার জন্য মেলা আয়োজক কমিটিকে পরামর্শ দেন। এদিকে, একইদিন আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় অভিভাক ও ছাত্র ছাত্রীদের নিয়ে এক অভিভাক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক।