ম্যাজিষ্ট্রেটকে জরিমানা করবে কে?

এখন কে তাকে জরিমানা করবে, কে করবে আইনের সঠিক ব্যবহার? এক জন আরেক জনকে জিজ্ঞাসা করছে দুই কিশোর। আইন মানা ও প্রয়োগ করার মনমানসিকতা নিয়ে তাঁরা আলোচনা করছে একে অপরের সাথে। তাঁরা উভয়ই কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এ আলোচনার দিকে খেয়াল না থাকলেও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাঁয়ের উপর পাঁ তুলে ধুমপান করার দিকে তাকিয়ে আছে উপস্থিত সকলেই। কেউ বা ভিডিও ফুটেজ ধারণ করে মুঠোফোন টু মুঠোফোন প্রেরণ করছেন।

গত বৃহস্পতিবার (৬এপ্রিল)  মাদারীপুর জেলা চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম রেজাউল করিমের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবি এম এহসানুল মামুন পুলিশ পাহারায় ইতি বেগমের(১৯) ২২দিন পূর্বে দাফনকৃত লাশ পুনঃ ময়না তদন্তের জন্য উত্তোলন করতে গেলে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউপির ক্রোকিরচর গ্রামে এমন ঘটনা ঘটেছে।