ও পাল্টা হামলার ঘটনায় অবশেষে গতকাল শনিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর কমলাপুর গ্রামের। ওই গ্রামের মুসুল্লী ইসাহাক আলী মেলকার বাদি হয়ে মসজিদের ইমাম মাওলানা সোবহান শেখ, জামায়াত নেতা ফজলুল হক সরদারসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন।
উল্লেখ্য, উপজেলার উত্তর কমলাপুর জামে মসজিদের ইমাম মাওলানা সোবহান শেখ গত ৩/৪ দিন ধরে মুসুল্লীদের মধ্যে ফতোয়া দিয়ে বলেন, মাইকে আজান দেয়া জায়েজ নেই। এ নিয়ে শুক্রবার মসজিদের মধ্যে বসে দু’গ্রুপ মুসুল্লীদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।