আগৈলঝাড়ায় ফের গোডাউন থেকে ওএমএসের চাল পাচার

ফের গতকাল শনিবার গোডাউন থেকে ওএমএসের চাল পাচারের সময় চালসহ গোডাউনের শ্রমিক সর্দারসহ ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের গোডাউন থেকে গতকাল শনিবার দুপুরে চাল পাচারের গোপন সংবাদ পেয়ে থানার এএসআই নাসির উদ্দিন গোডাউন রোডের খালেদ সুপার আইসক্রীম ফ্যাক্টরীর পার্শ্বে ওৎপেতে থাকে। দুপুর দেড়টার দিকে এক বস্তা ওএমএসের চাল পাচারকালে পুলিশ পাচারকারীর গতিরোধ করে। এসময় চাল ফেলে রেখে পশ্চিম সুজনকাঠী গ্রামের বাসিন্দা ও গোডাউনের শ্রমিক সেলিম মোল্লা দৌড়ে পালানোর চেষ্ঠা করে। এসময় ধাওয়া করে পুলিশ তাকে গ্রেফতার করে। তার দেয়া স্বীকারোক্তি মতে পুলিশ গোডাউনের সর্দার সুভাষ করাতি ওরফে সুভাষ করকে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, উপজেলা সদরের ওএমএস ডিলার সুব্রত বেপারীর নামে রমনী কান্ত সরকার ব্যবসা পরিচালনা করে আসছিলো। শুক্রবার ভোরে রমনী কান্ত সরকার ওএমএসের চাল পাচারের সময় পুলিশ তিন বস্তা চালসহ জামাল মোল্লা নামের এক ভ্যানচালককে আটক করে।