নিন্মমানের শিশু খাদ্য বন্ধের দাবি

যা-কেবল শিশুদের মন কাড়ার জন্য নানা রঙ বেরঙের ষ্টিকার দিয়ে বাজারজাত করা হচ্ছে। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার চকলেট, চানাচুর, চুইংগাম, আইসক্রিম, চকোচকো, চিপস, বিস্কুট, জুস, জেলীসহ শিশু খাদ্য। কিন্তু অধিকাংশ খাবারের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ন তারিখ, প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখ নাই। দোকানগুলোতে দেখাগেছে এসব উৎপাদনকারী অসাধু মালিকরা অধিক মুনাফার লোভে গুনগতমান নিয়ন্ত্রনকারী সরকারী প্রতিষ্ঠান বিএসটিআই’র অনুমোদন নাই। ফলে তারা এসব সামগ্রী বাজারজাত করে দিনদিন শিশু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এসকল অসাধু ব্যবসায়ীদের উৎপাদিত নিম্মমানের খাদ্য সামগ্রী বাজারজাত বন্ধের দাবী জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরামের আহবায়ক আহমেদ আবু জাফর। তিনি জনস্বার্থে ও কোমলমতি শিশুর স্বাস্থ্য রক্ষার্থে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।-সূত্র: প্রেসবিজ্ঞপ্তি