জামায়াত নেতার হামলায় কৃষকলীগ নেতা আহত

তার পুত্র ও তাদের সহযোগীরা হামলা চালিয়ে এক কৃষকলীগ নেতার তিনটি দাঁত ফেলে দিয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলাপুর সরদার বাড়ির জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতের প্রভাবশালী নেতা ফজলুল হক সরদারের সাথে খাঞ্জাপুর ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি, আট নং ওয়ার্ডের পরাজিত সাধারন সদস্য (মেম্বার) প্রার্থী ও মসজিদ কমিটির সভাপতি এসাহাক মেলকারের শুক্রবার দুপুরে বাকবিতন্ডা বাঁধে। এ ঘটনার জেরধরে জামায়াত নেতা ফজলুল হক সরদারের নেতৃত্বে তার পুত্র কাওসার সরদার, খোকন সরদারসহ ৬/৭ জনে ওইদিন দুপুর আড়াইটার দিকে এসাহাক মেলকারের ওপর হামলা চালায়। হামলায় এসাহাক মেলকারের তিনটি দাঁত পরে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ওইদিন বিকেলে এহাসাক মেলকারকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে এসাহাক মেলকারের স্ত্রী সালেহা বেগম বাদি হয়ে সাতজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হচ্ছে-ফজলুল হক সরদার, কাওসার সরদার, খোকন সরদার, সিপন সরদার, শহিদুল মেলকার, নিজাম সরদার ও নুরু সরদার।