গৌরনদীর খ্রীষ্টান পল্লীর বাসিন্দারা চরম আতংকে

খ্রীষ্টান পল্লীর ২৫/৩০ জন ভোটার গতকাল রোববার সকালে গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরাজিত চেয়ারম্যান প্রাথীর বিরুদ্ধে  অভিযোগ করেন।শতাধিক ব্যক্তিরা চরম আতংকে দিনাতিপাত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার দুপুরে ওই পল্লীর অর্ধশতাধিক নারী-পুরুষ গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে অভিযোগ করেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী এইচ.এম শাহজাহান কবীরের পক্ষে কাজ না করে নির্বাচিত চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার পক্ষে কাজ করায় তিনি (শাহজাহান কবীর) ও তার সমর্থকেরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় কলাবাড়িয়া নতুন বাজারে বসে শাহজাহান কবীর ও তার সহযোগীরা ওই পল্লীর সেবাষ্টিন রায়কে গালিগালাজসহ নাজেহাল করে। খবর পেয়ে নলচিড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম হাফিজ মৃধা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। অভিযোগে আরো জানা গেছে, নির্বাচনের পর থেকে শাহজাহান কবীরের সমর্থক স্বজল সরদার ও মোহন সরদার খ্রীষ্টান পল্লীর বাসিন্দারের নানাধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

অভিযোগ অস্বীকার করে নলচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী এইচ.এম শাহজাহান কবীর বলেন, সেবাষ্টিন রায়ের কাছে আমার পাওনা ১৫ হাজার টাকা চাইতে গিয়ে বাকবিতন্ডা হয়েছে। তবে হুমকির অভিযোগ সঠিক নয়।