উজিরপুরে ৩ দিনব্যাপী বীজমেলার উদ্বোধন

সকাল ১০ টায় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলা  উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি বিভাগের উপ পরিচালক দেবাংশু কুমার সাহা, জেলা প্রশিক্ষন অফিসারMoni আব্দুল মান্নান, পিপিএস মো: লুৎফর রহমান, বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস , ফরিদুজ্জামান প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকতা প্রিয় সিন্ধু তালুকদার,  মেলায় বিভিন্ন বীজ ডিলার বীজ উৎপাদনকারী বীজ ব্যবসায়ী ও সরকারী বেসরকারী সংস্থার ৩৪ টি ষ্টল বীজ ও সার প্রদর্শন করে। ষ্টলে আধুনিক জাতের বীজ উৎপাদন সংরক্ষন এবং উপসী জাতের বীজ উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে  জারিগান ও ভালো বীজের উপর কৃষকদের মাঝে ভিডিও প্রদর্শন দেখান হয়। এছাড়াও আগামী সোম ও মঙ্গলবার প্রতিদিন বিকেলে মেলা চলাকালীন সময় ভালো বীজ ও তার গুনাগুন সর্ম্পকে কৃষকদের মাঝে ভিডিও প্রদর্শন দেখানো হবে এবং গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজক ছিলেন উজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।