ওইদিন দুপুরে তার লাশ গ্রামের বাড়ি আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামে নিয়ে আসা হলে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ হোসেন মোল্লা, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি, বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আইয়ুব আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার (সচীন্দ্র নাথ মজুমদারের) কফিনে পুস্পমাল্য অর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল শনিবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।