নবনির্বাচিত এক ইউপি সদস্যর একবছর কারাদন্ড

ইউপি সদস্যকে (মেম্বর) একবছর সশ্রম করাদন্ডে দন্ডিত করা হয়েছে। একই সঙ্গে ৫৯ হাজার টাকা অর্থদন্ডও করা হয়। দন্ডিতের নাম মাসুদ শিকদার (৩২)। আজ সোমবার বিকেলে বরিশাল তৃতীয় যুগ্ন জেলা জজ সৈয়দা হোসনেয়ারা এ রায় ঘোষনা করেন।

জানা গেছে, কলসকাঠি গ্রামের খলিলুর রহমানের পুত্র মেম্বর মাসুদ শিকদার। ২০০৯ সালের ২২ নবেম্বর ব্র্যাকের নিকট থেকে তিনি ১ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এরমধ্যে তিনি ৪৩ হাজার ২’শ ৫০ টাকা কিস্তিতে পরিশোধ করেন। বাকি টাকা কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও তিনি নানা টালবাহানা শুরু করেন। এজন্য ব্র্যাকের প্রজেক্ট অফিসার কামাল হোসেন বাদি হয়ে মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।