শাবিতে দলীয় নেতার বিচার চাইলেন ছাত্রলীগ নেতারা

ছাত্রলীগ নেতা শামসুজ্জামান চৌধুরী সুমনের বিচারের দাবিতে গত মঙ্গলবার গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগ যাতে ওই নেতা কর্তৃক কলুষিত হতে না পারে এ ব্যাপারে প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়। ক্যাম্পাস সূত্র  জানায়, সকাল এগারটার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে নৃ-বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামসুজ্জামান চৌধুরী সুমনের বিচার চেয়ে ছাত্রলীগ এক গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করেন বলে জানা গেছে। এ সময় ওই কর্মসূচিতে ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরে দুপুর একটার দিকে একইস্থানে মানববন্ধন কর্মসূচিও পালন করেন ছাত্রলীগের নেতারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা নাঈম হাসান, সাইদুর রহমান ভূঁইয়া মিঠু, আতিকুর রহমান আতিক প্রমুখ। এ ব্যাপারে শামসুজ্জামান চৌধুরী সুমন জানান, ঘটনাটি মিথ্যা এবং বানোয়াট। এছাড়া তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।  এর আগে গত ২১ মার্চ সুমনের যৌন কেলেঙ্কারি ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরিত উপাচার্য বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। উলে¬খ্য, শামসুজ্জামান চৌধুরী সুমনের বিরুদ্ধে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের এক ছাত্রীর অশ্ল¬ীল ছবি মুঠোফোনে ধারণ করে তাকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলে কোন বিচার হয়নি আজও। এছাড়াও গত বছর ৩ অক্টোবর অনুষ্ঠিত স্নাতকোত্তর শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তাকে শোকজও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।