সাংবাদিকদের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ

ঘটনায় ব্যাংক কর্মকর্তা (শাখা ব্যবস্থাপক) নিজেকে সাধু সাজাতে সাংবাদিকদের জন্য ৪০ হাজার বরাদ্দ করেছেন বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের মধ্যে ব্যাপক তোলপারের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রবিবার দুপুরে কতিপয় অসাধু ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র প্রতারনার মাধ্যমে ব্যাংক থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে নেয়। কিছু সময় পর পূর্ণরায় চেক জালিয়াতির মাধ্যমে দেড় লক্ষ টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকের ক্যাশিয়ারের হাতে বিষয়টি ধরা পরে। তাৎক্ষনিক স্থানীয়রা জালিয়াতি চক্রের ৬ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) শংকর লাল দেবনাথ বাদি হয়ে ওইদিন রাতে থানায় মামলা দায়ের করেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে কতিপয় ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। সূত্রে আরো জানা গেছে, বিষয়টি যাতে সাংবাদিকদের মাধ্যমে প্রচার না পায় সেজন্য ব্যাংকের ম্যানেজার স্থানীয় দু’প্রভাবশালী আওয়ামীলীগ নেতার মাধ্যমে সোমবার রাতে সাংবাদিকদের ম্যানেজ করার জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ করেছেন। এ খবর গতকাল বুধবার এলাকায় ছড়িয়ে পরলে দু’উপজেলার কর্মরত সাংবাদিকদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।