আগৈলঝাড়ায় আলোচিত কচ্ছপ মেলা

সদরের শহীদ আ.রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে “বাংলা বর্ষবরণ” মেলা ও ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার  বাহাদুরপুর, গৈলা, কান্দিরপার, মোলাপাড়া, প্রায় ৫০বছর পরে জোবারপাড় গ্রমে সমির আরিন্দার বাড়িতে নববর্ষ উপরক্ষে  মাইকেল, ডাঃ অশোকসহ বাল্য বন্দুরা মিরিত হয় এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৈশাখী মেলা উদযাপিত হয়েছে। এর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে উপজেলার ত্রিমুখী বাজারে ঐতিহ্যবাহী কচ্ছপ মেলা।

মেলায় কোটালীপাড়া ও উজিরপুর উপজেলা শতাধিক কচ্ছপ বিক্রেতা কচ্ছপ মাংস বিক্রির মাধ্যমে মেলায় অংশগ্রহণ করে। মেলায় দেশীয় ও শিশু পণ্যের বিপুল সমারহ ঘটেছে। কচ্ছপ মেলা জেলার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।