বিচারের দাবিতে ছাত্রলীগের ভিসি ভবন অবরোধ

উদ্বেগ উৎকন্ঠার মধ্যে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়েছে। সকাল হতে না হতেই যৌন কেলেংকারির দায়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সামসুজ্জামান চৌধুরী সুমনের বহিষ্কারের দাবিতে সকাল ১১টা পর্যন্ত ভিসির বাসভবন অবরোধ করে রাখে শাবি ছাত্রলীগ। এ সময় তারা ক্যাম্পাসমুখী কিলো রাস্তায় টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে রাখে। পরবর্তীতে বিশ্ববিদ্যায় প্রশাসন ও ভিসির রুদ্ধদার বৈঠক শেষে আগামী ২৪ এপ্রিলের মধ্যে দাবি পূরনের আশ্বাষে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিনের নেতৃত্বে বৈশাখী র‌্যালি বের করা হয়।

ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে র‌্যালি শেষ। র‌্যালিতে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, বাংলা নববর্ষ-১৪১৮ উদযাপন কমিটির সভাপতি ড. নারায়ন সাহা, বিশিষ্ট কথা সাহিত্যিক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইয়াসমিন হক, সামাজিক বিজ্ঞান অণুষদেও ডীন প্রফেসর ড. আ.ক.ম মাহবুবুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. এস এম সাইফুল  ইসলাম, সহকারী প্রক্টর মোহাম্মদ ফারুক উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন বিভাগের উদ্যোগে পৃথকভাবে ক্যাম্পাসে র‌্যালি বের করা হয়। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মুক্তমঞ্চে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর মুক্তমঞ্চে  বাউল গান ও কনসার্ট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শামসুজ্জামান চৌধুরী সুমনের বিরুদ্ধে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের এক ছাত্রীর অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করে তাকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলে কোন বিচার হয়নি আজও। এর আগে গত ২১ মার্চ সুমনের যৌন কেলেঙ্কারি ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরিত উপাচার্য বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। গত ১২এপ্রিল সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা করে শাবি ছাত্রলীগ সুমনের বিচার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে গনস্বাক্ষর কর্মসূচি এবং মানববন্ধনের আয়োজন করে।