এনজিওর শোষন থেকে মুক্ত করতে ক্রেডিট ইউনিয়নের আসতে হবে

দেশের গরিব মানুষদের মুক্ত করতে হলে ক্রেডিট ইউনিয়নের আওতায় আনতে হবে। তিনি বলেন, পাহাড়-পর্বত বেষ্টিত হিমালয়ের দেশ নেপালে এখন আর কেউ এনজিওর কাছে ধর্না দেয় না। সে দেশের গরিব মানুষের ব্যাংক হচ্ছে ক্রেডিট ইউনিয়ন। তারা ক্রেডিট ইউনিয়ন থেকে লোন নিচ্ছে ও সঞ্চয় জমা দিচ্ছে। আমাদের দেশেও ক্রেডিট ইউনিয়নের প্রসারতা বৃদ্ধির জন্য শিক্ষক সমাজ এগিয়ে এসেছে। শির্ঘ্রই এ দেশের মানুষ এর সুফলতা লাভ করবে।

বুধবার সন্ধায় বরিশালের আগৈলঝাড়ার কোদাল ধোয়া ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কোদাল ধোয়া ক্রেডিট ইউনিয়নের সভানেত্রী ঝর্না পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন। তিনি বলেন, আমি এ অঞ্চলের কৃষকের মাঠে সোনার ধান ও আইল ফসল দেখে মুগ্ধ হয়েছি। মুগ্ধ হয়েছি কোদাল ধোয়া ক্রেি ডট ইউনিয়নের সদস্যদের কর্ম তৎপরতা দেখে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালব কর্মকর্তা খোকন কৃষ্ণ দাস, মামুনুর রহমান মিয়া, কমিটির সম্পাদক নির্মল বাড়ৈ, স্বপন কুমার বালা, পরিমল হালদার, নিপুন বালা প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ সঞ্চয়ি, ঋন দাতা সদস্য ও লটারির টিকেট বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।