দিনে দুপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

নেতার বসত ঘরে গতকাল শনিবার বিকেলে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চিহ্নিত ডাকাতরা অর্তকিত ভাবে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৃহকত্রী চেয়ারম্যান এইচ.এম সামচুল হকের স্ত্রী হামিদা খানম অভিযোগ করে বলেন, শনিবার বিকেল চারটার দিকে সংঘবদ্ধ ২০/২৫ জনের ডাকাতদল অর্তকিত ভাবে তাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ ঘরের মধ্যের আলমিরা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতরা তাদের ঘরের কাজের মেয়ে তাসলিমা বেগমকে (২২) মারধর করে আহত করে। ডাকাতরা বাড়ি সম্মুখে চেয়ারম্যানের পুত্র রাসেল হাওলাদারকে পেয়ে মারধর করে তার কাছ থেকে মোবাইল ফোন লুটে নেয়। চেয়ারম্যানের পুত্র রাসেল হাওলাদার জানান, দক্ষিণ বাটাজোর গ্রামের দিপু সরদার, দুখু পাটোয়ারী, রাজু সরদার, মোঃ রনি ও জুয়েল মৃধার নেতৃত্বে অজ্ঞাতনামা ২০/২৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। এসময় সে দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন।

খবর পেয়ে গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) শাহজালাল খলিফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এস.আই শাহজালাল খলিফা বলেন, ডাকাতি না অন্যকোন কারনে সাবেক চেয়ারম্যানের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুরসহ মালামাল লুট করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান এইচ.এম সামচুল হক বর্তমানে ঢাকায় রয়েছেন।