ইউপি সদস্যর হামলায় প্রটকল চালক আহত

বাজারে শনিবার রাতে নবনির্বাচিত এক ইউপি সদস্য ও তার সমর্থকদের হামলায় কমপক্ষে ১০ জন প্রটকল (ভাড়ায় চালিত মটরসাইকেল) চালক আহত হয়েছে। এসময় তিনটি মটরসাইকেল ভাংচুর করা হয়। হামলাকারীরা নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যবহৃত স্বর্ণালংকার ও কাগজপত্র লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহিলাড়া আশার আলো প্রটকল সমিতির সভাপতি আহত আনিচ সরদার অভিযোগ করেন, মাহিলাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জামাল সরদারের সহযোগী করিম সরদার ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে প্রটকল চালকদের কাছে চাঁদা দাবি করে আসছিলো। এতে অপরাগতা প্রকাশ করায় শনিবার রাত সাড়ে আটটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য জামাল সরদার তার সহযোগী করিম সরদার, আলাউদ্দিন খান ও রহিম সরদারের নেতৃত্বে তাদের ১৫/২০ জন সহযোগীরা প্রটকল চালকদের ওপর অর্তকিত হামলা চালায়। হামলায় সমিতির সভাপতি আনিচ সরদার, সদস্য মনতোষ ব্যাপারি, হযরত আলী সিকদার, আরিফ হোসেন, আমির হোসেন মোল্লা, পলাশ সরদার, জাফর মৃধাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় হামলাকারীরা তিনটি মটরসাইকেল ব্যাপক ভাংচুরসহ প্রটকল চালকদের সাথে থাকা নগদ অর্থ, ২ টি মোবাইল ফোন, ব্যবহৃত স্বর্ণালংকার ও মটরসাইকেলের কাগজপত্র লুটে নিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।