বান্দরবানে ১২ ঘণ্টার ব্যবধানে দু’ব্যক্তি অপহরণ

অপরহণ করেছে সন্ত্রাসীরা। পুলিশ এবং স্থানীয় সাকুরা পর্যটন হোটেল সূত্র জানায়, শুক্রবার রাত ১২টায় জেলা শহরের হাফেজ ঘোনা এলাকায় বান্দরবান-রুমা-থানছি সদরের পাশে পর্যটন রিসোর্ট সাকুরায় সেনাবাহিনীর আদলে পোশাকপড়া একদল সন্ত্রাসী প্রবেশ করে। তারা হোটেলের সুপারভাইজার ওমর ফারুককে (৩৫) অপহরণ করে নিয়ে যায়। তার মুক্তির জন্য প্রথমে ১ কোটি, পরে ৫০ লাখ টাকা এবং সর্বশেষ ৪ লাখ টাকা দাবি করে সাকুরা’র ম্যানেজার ফারুকের কাছে। অপহরকারীরা কয়েকবার মোবাইল করেছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাংগীর আলম জানান, অপহৃত সাকুরা’র সুপারভাইজারকে উদ্ধারে বেশকটি পুলিশের বিশেষ দল মাঠ পর্যায়ে অভিযান চালাচ্ছে। তবে গতকাল শনিবার বিকাল পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। শনিবার দুপুরে বান্দরবান প্রেসক্লাবে ওই পর্যটন হোটেল সাকুরা’র মালিক মুসা কলিমুল্লাহ কিসলু এবং জেলা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে বলেন, বান্দরবান শান্তিপূর্ণ অঞ্চল হলেও একটি মহল এ অঞ্চলের মানুষের সুনাম ক্ষুণ্ন করা এবং বিকাশমান পর্যটন শিল্পকে ধ্বংসের অপচেষ্টা হিসেবেই এ অপহরণের ঘটনা ঘটিয়েছে।

এদিকে জেলার রোয়াংছড়ি উপজেলার খানঝিরি এলাকায় একটি গাছের বাগান থেকে দেলোয়ার হোসেন মাষ্টার নামে এক কাঠ ব্যবসায়ীকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ অপহরণ ঘটনা ঘটেছে। অপহৃত কাঠ ব্যবসায়ী দেলোয়ার জেলা শহরের সাংগু নদীর পূর্বপাড়ে কালাঘাটা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়। তিনি অপহরণ কেন হয়েছেন সেই বিষয়ে এখনও কোন সংবাদ মেলেনি। তবে পুলিশ ও স্থানীয়রা বাসিন্দা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে জানানো হয়েছে। এ ২টি অপহরণ ঘটনায় বান্দরবান সদর ও রোয়াংছড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।