অবশেষে স্কুল ছাত্রী অপহণের ঘটনায় ১ জন গ্রেফতার

বিদ্যালয়ের চার স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় গতকাল সোমবার বিকেলে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক মামলার প্রধান আসামি রুমা বেগমকে গ্রেফতার করেছে।

অপরদিকে জেলা পুলিশ সুপার ও থানা পুলিশের কাছে অপহৃতাদের রহস্যজনক জবানবন্দি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।  

জানা গেছে, উপজেলার নগরবাড়ি গ্রামের আছমা খানম (১৫), নিপা খানম (১৪), কাকলী খানম (১৪) ও সুজনকাঠী গ্রামের সুলতানা খানম (১৫) গত শনিবার রহস্যজনক ভাবে অপহরন হয়। রবিবার ভোরে নিজেদের বুদ্ধিমত্তায় কৌশলে অপহৃতারা পাচারকারীদের কবল থেকে মুক্ত হয়। অপহৃতাদের আত্মীয়-স্বজনদের বিষয়টি জানানোর পর তারা ঢাকার গাবতলী থেকে অপহৃতাদের উদ্ধার করে। ওইদিন রাত নয়টায় ঢাকা থেকে বরিশাল পুলিশ   সুপারের কার্যালয়ে অপহৃতাদের হাজির করা হয়। গতকাল সোমবার সকালে অপহৃতারা আগৈলঝাড়া থানা পুলিশের কাছে ভিন্ন জবানবন্দি প্রদান করে। ওইদিন বিকেলে অপহৃতা কাকলীর বাবা ফজলুল হক জমাদ্দার বাদি হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নগরবাড়ি গ্রামের রুমা বেগম, ঢাকার নজরুল ইসলাম ও বেল্লাল হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক মামলার প্রধান আসামি নগরবাড়ি গ্রামের মনির শাহর স্ত্রী রুমা বেগমকে (২৪) গ্রেফতার করেছে।