মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)’র সাথে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর তুলনা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ঠ্যান্ডে নিজামীর কুশ পুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মোঃ হারিসুর রহমান হারিস, যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, রেজাউল করিম টিটু, উজ্জল বণিক, শামীম হোসেন, কামাল হোসেন প্রমুখ। শেষে বিক্ষোভকারীরা নিজামীর কুশপুত্তলিকা দাহ করে।