শাবিতে নবীন বরণ অনুষ্ঠান

এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের (৭ম ব্যাচ) ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন,  দক্ষ জনশক্তি ও সঠিক প্রযুক্তির অভাবে টিনজাত খাদ্য থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য  বিদেশ থেকে আমাদের দেশে আমদানী করতে হয়। এজন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়। দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের তৈরি করে  বিভাগের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে খাদ্য ও টি সেক্টরে সঠিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশের উন্ন্য়নে অবদান রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ সাফওয়ান চৌধুরী বলেন, প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানী করে এদেশ প্রচুর আয় করতে পারে। আভ্যন্তরীণ ও আন্তার্জাতিক বাজারে খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য যে প্রয়োজনীয় জনবলের অভাব রয়েছে। শাবির এফইটি বিভাগ সে চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইফইটি বিভাগের প্রধান ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাপ¬াইড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, ইফইটি এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ড. ইফতেখার আহমদ এবং বিভাগের চতুর্থ বর্ষ ২য় সেমিষ্টারের ছাত্র  ও এসোসিয়েশনের সহসভাপতি মোঃ আফজাল হোসেন। পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।