দু’শ টাকাও ঘুষ খায় বরিশাল বন্দর থানার দারোগারা

১৫মিনিটে অতিরিক্ত মাত্রায় ট্রাকে গাছ লোড করার কারনে এই ঘুষ গ্রহন করে এস আই জাহিদ ও তার সঙ্গে থাকা এক কনেষ্টবল। নেতৃত্বে ছিলেন এস আই আমির হোসেন। ঘটনাটি ঘটে বরিশালের কাউয়ার চর নদীর ওপারে ফেরিতে।  দেখা গেছে, নদীর ওপার সাইবার হাট রুট থেকে আসা কুষ্টিয়াগামি যশোর-ট (১১১৮১৭) নাম্বারের গাড়িটি অতিরিক্ত পরিমান গাছ নিয়ে ফেরিতে ওঠে। এ সময় পাশে থাকা এস আই আমিরুল ক্ষিপ্ত হয়ে ট্রাকটিকে ফেরীথেকে নামিয়ে নিতে বলে। কমপক্ষে ৫ফিট গাছ না নামিয়ে এসআই আমির ট্রাকটিকে যেতে দেবেনা বলে রাগে ক্ষোভ ফেটে পরে। কিছুক্ষন পর ড্রাইভার আজিজুল ইসলাম, এসআই আমির, জাহিদ ও দুই কনেষ্টবল ফেরি অভ্যন্তরে থাকা কক্ষে প্রবেশ করে। রুম থেকে বের হয়েই পুলিশদের কন্ঠস্বর নিচু হেয়ে যাওয়ায় উপস্থিতিদের মধ্যে কৌতুহল ও প্রশ্ন জাগে এত হাক-ডাক থেমে যাওয়ার কারন কি? ড্রাইভার আজিজের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ভাই বোঝেন না কয়ডা টাকা খাওয়ার ফন্দি। ২০০টাকা দিছি হাক ডাক শেষ। ঘটনাস্থলেই এস আই আমিরকে প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিব্রত কর পরিস্থিতিতে পরেন। তিনি তার টিমের অন্য এসআই , কনেষ্টবলদের উদ্দেশ্য করে বলেন  যে টাকা নিয়েছ তারাতারি দিয়ে দাও। তবে এ ঘটনায় তিনি তার টিমের পুলিশ সদস্যদের বিরুদ্ধে জিডি করবেন বলে মন্তব্য করেন।